Type Here to Get Search Results !

তিনটি অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

তন্ময় বনিক, আগরতলাঃ
আগামী ৭ জুন রাজ্যে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগরতলা থেকে যাবেন উদয়পুরে। সেখানে উদয়পুর-সাব্রুম চার লেনের জাতীয় সড়কের উদ্বোধন করবেন। তারপর মাতাবাড়িতে মাতাবাড়ি মন্দির ট্রাস্টের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজোও দেবেন। সেখান থেকে আগরতলায় ফিরে অনুষ্ঠান হবে রবীন্দ্র ভবনে। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সফর সূচীর কথা জানিয়েছেন।
ইতিমধ্যে রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে প্রশাসনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গোমতী জেলা ও পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠান সর্বতোভাবে সফল করে তুলতে মহাকরণেও দফায় দফায় বৈঠক হচ্ছে।

২রা জুন ২০১৮ইং  
  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.