আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকারকে সংবর্ধনা দিলেন প্রদেশ বিজেপি'র প্রভারী সুনীল দেওধর

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
    ত্রিপুরার গর্ব অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকারকে সংবর্ধনা দিলেন প্রদেশ বিজেপি'র প্রভারী সুনীল দেওধর। একই সঙ্গে দীপার কোচ দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দীকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বুধবার(১১জুলাই) দিল্লীতে তাদের সংবর্ধনা দেন রাজ্য বিজেপি'র প্রভারী। তিনি আগামী দিনে দীপার আরও সাফল্য কামনা করেন। 
    বলেন, দীপার সাফল্যে গর্বিত ত্রিপুরাবাসী। দীপা শুধু ত্রিপুরারই নয়, সারা দেশের গর্ব। প্রসঙ্গত, অলিম্পিক আসর থেকে ব্রোঞ্জ ছিটকে যাওয়া খেলোয়াড়টি যেভাবে গত প্রায় দু-বছর খেলার বাইরে থেকেও ঘুরে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দীপা প্রথম ভারতীয় কোনও মহিলা হিসেবে তুর্কীতে বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টে স্বর্ণপদক লাভ করেছে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১১ই জুলাই ২০১৮ইং       
    3/related/default