আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নাইলোটিকাপ্রবাহ"....বাংলাদেশের তরুণ প্রজন্মের উদীয়মান কবি সরকার মুহম্মদ জারিফের কবিতা

    আরশি কথা
    নাইলোটিকাপ্রবাহ সরকার মুহম্মদ জারিফ আমি চাই না তুমি আমার প্রেমিকা হও আমি মূর্ছনার মতো অন্য এক তরুণীকে ভালোবাসি, আমি চাই না লোকে আমাদের সম্পর্ককে আদর করে পরকীয়া ডাকুক, আমি চাই না দীঘির জলে পা ডুবিয়ে বসলে অজস্র নাইলোটিকা মাছ তোমার পায়ে ঠোকর দিক অভুক্ত কাকের মতো; যারা প্রতিনিয়ত পৃথিবীর বয়স বাড়াচ্ছেন, তারা শুনুন আমি যা চাই না তা হল- নামকরণ! আমি চাই, দুহাতে একটি সার্বিক শূন্য নিয়ে তুমি আমার অন্তত একটি শূন্যস্থান খুঁজে বের কর, আমি চাই, অনেক দিনের পুরনো দেখায় তোমার শাড়ি থেকে নক্ষত্রের মতো খসে যাওয়া সেফটিপিনটা তোমার হাতে তুলে দিতে।

    ৯ই আগস্ট ২০১৮ইং
    3/related/default