Type Here to Get Search Results !

একলব্য"... কবিতার অনুভবে আরশিকথায় কলম ধরলেন ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য কবি শঙ্খ সেনগুপ্ত

একলব্য
শঙ্খ সেনগুপ্ত ভালোবাসি বলতে, সে ভাবে সরল৷ তার বয়স আমার চে' কম নয়৷ চলো ঘুরে আসি, সে ভাবে বিশ্বস্ত৷ তার বয়স আমার চে' কম নয়৷ বসতে বলে, হাত টেনে কাছে বসে৷ ফরাসে গোল হয়ে বসি৷ প্রথম চাটিতেই হাওয়া পাল্টে যায়৷ ক্রমশ গভীরে টেনে নিতে থাকে৷ সময়ের দাবিতে যখন ফিরে আসা— চোখ খুলে সামনে তাকাই, দেখি, তেহাই পাল্টে দিয়ে, বেজে যাচ্ছেন — নিজেই, জাকির হোসেন!

৯ই আগস্ট ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.