তন্ময় বনিক,আগরতলাঃ
এবছর স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টস পুলিশ মেডেল পেতে চলেছেন সিআইডি এর ইনস্পেক্টর পৃথ্বীশ ভট্টাচার্য। চাকরি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুলিশ পদক পেতে চলেছেন গোমতী জেলার পুলিশ ইনস্পেক্টর পার্থ সারথী পাল। এস বি সেলের সাব-ইনস্পেক্টর নিধান চক্রবর্তী, আর এক সাব-ইনস্পেক্টর বর্তমানে অবসরপ্রাপ্ত দর্শহরি জমাতিয়া, দক্ষিণ জেলার সাব-ইনস্পেক্টর জহর দেববর্মা, পঞ্চম ব্যাটেলিয়ন টিএসআর এর সুবেদার শীতল কুমার সাধু ও প্রথম ব্যাটেলিয়ন টিএসআর এর হাবিলদার ডি হরিকৃষ্ণান। হোমগার্ড ও সিভিল ডিফেন্সের মধ্যে পদক পেতে চলেছেন হোমগার্ড বাবুল চক্রবর্তী ও আর এক হোমগার্ড প্রেমানন্দ ভৌমিক। তাদের প্রত্যেকেই ২০১৭ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক পেতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক পুলিশের অসাধারণ প্রশিক্ষণের জন্য পুরস্কৃত হতে চলেছেন পশ্চিম জেলার এস এস এফ এর ডেপুটি পুলিশ সুপার সত্যজিৎ দেবনাথ এবং কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সাব-ইনস্পেক্টর পিন্টু মজুমদার। ২০১৪-১৫ অর্থবর্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের বাছাই করা হয়। ২০১৫-১৬ অর্থবর্ষে বিশেষ অবদানের জন্য যাদের বাছাই করা হয়েছে তারা হলেন টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রসেনজিৎ দে। তিনি ২০১৫-১৬ সালে সিআইএটি স্কুলে কর্মরত ছিলেন। অপরজন টিএসআর ট্রেনিং সেন্টারের সুবেদার ভীম সিং। ১৫ই আগস্ট আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানে এনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পদক নেবেন।
১০ই আগস্ট ২০১৮ইং
এবছর স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টস পুলিশ মেডেল পেতে চলেছেন সিআইডি এর ইনস্পেক্টর পৃথ্বীশ ভট্টাচার্য। চাকরি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুলিশ পদক পেতে চলেছেন গোমতী জেলার পুলিশ ইনস্পেক্টর পার্থ সারথী পাল। এস বি সেলের সাব-ইনস্পেক্টর নিধান চক্রবর্তী, আর এক সাব-ইনস্পেক্টর বর্তমানে অবসরপ্রাপ্ত দর্শহরি জমাতিয়া, দক্ষিণ জেলার সাব-ইনস্পেক্টর জহর দেববর্মা, পঞ্চম ব্যাটেলিয়ন টিএসআর এর সুবেদার শীতল কুমার সাধু ও প্রথম ব্যাটেলিয়ন টিএসআর এর হাবিলদার ডি হরিকৃষ্ণান। হোমগার্ড ও সিভিল ডিফেন্সের মধ্যে পদক পেতে চলেছেন হোমগার্ড বাবুল চক্রবর্তী ও আর এক হোমগার্ড প্রেমানন্দ ভৌমিক। তাদের প্রত্যেকেই ২০১৭ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক পেতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক পুলিশের অসাধারণ প্রশিক্ষণের জন্য পুরস্কৃত হতে চলেছেন পশ্চিম জেলার এস এস এফ এর ডেপুটি পুলিশ সুপার সত্যজিৎ দেবনাথ এবং কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সাব-ইনস্পেক্টর পিন্টু মজুমদার। ২০১৪-১৫ অর্থবর্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের বাছাই করা হয়। ২০১৫-১৬ অর্থবর্ষে বিশেষ অবদানের জন্য যাদের বাছাই করা হয়েছে তারা হলেন টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রসেনজিৎ দে। তিনি ২০১৫-১৬ সালে সিআইএটি স্কুলে কর্মরত ছিলেন। অপরজন টিএসআর ট্রেনিং সেন্টারের সুবেদার ভীম সিং। ১৫ই আগস্ট আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানে এনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পদক নেবেন।
১০ই আগস্ট ২০১৮ইং