তন্ময় বনিক,আগরতলাঃ
রাজ্যের দুই আসনে দ্বিতীয় স্থান পেয়ে সন্তুষ্ট কংগ্রেস। বিজেপি'র সঙ্গে প্রতিদ্বন্ধিতা প্রকাশ করলেও প্রকৃত অর্থে সিপিএমকে তৃতীয় স্থানে পাঠাতে পেরে সারা দেশে বিপর্যয়ের মধ্যেও যেন অক্সিজেন খুঁজে পাওয়ার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৪শে মে ২০১৯ইং
রাজ্যের দুই আসনে দ্বিতীয় স্থান পেয়ে সন্তুষ্ট কংগ্রেস। বিজেপি'র সঙ্গে প্রতিদ্বন্ধিতা প্রকাশ করলেও প্রকৃত অর্থে সিপিএমকে তৃতীয় স্থানে পাঠাতে পেরে সারা দেশে বিপর্যয়ের মধ্যেও যেন অক্সিজেন খুঁজে পাওয়ার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় প্রদেশ সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
তার দুই পাশে দুই প্রার্থী সুবল ভৌমিক ও প্রজ্ঞা কুমারীকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ না থাকলেও তিনি আগাম বলে দেন কোথাও কোন কংগ্রেস কর্মী বা সমর্থক আক্রান্ত হলে তারা যেন এফআইআর করেন। সেই এফআইআর এর কপি পিসিসি সভাপতির কাছে এনে দিলে তিনি তা নিয়ে সর্বোচ্চ আদালতে যাবেন। ছবিঃ সুমিত কুমার সিংহ
২৪শে মে ২০১৯ইং