আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুদূর অস্ট্রেলিয়া থেকে রবিরশ্মি ঘোষের অমিত্রাক্ষর ছন্দের কবিতা-" কাঁটাতার "

    আরশি কথা

    কাঁটাতার

    নৈশব্দের আবরণ করে উন্মোচন,
    শুনি পদধ্বনি, মাঝখানে কাঁটাতার|
    বলেছে আমাকে, শত্রু তুমি আমার|
    খাবে গুলি, সীমা যদি কর উল্লঙ্ঘন|
    তোমাকে চিনিনা আমি, চিনতে বারণ|
    মূক রবে মুখ, কথা কবে শুধু হাতিয়ার,
    সিক্ত হবে তোমার রক্তে, খোলা তলোয়ার|
    লালে মিশে লাল, হবে ভুবন রঞ্জন|

    কিন্তু সেদিন রাতে, শব্দ অন্যরকম,
    শুনলাম হঠাৎ, যেন কান্নার মতন|
    হয়ত কোন চিঠি, মন হয়েছে নরম,
    বাড়ির খবর নিয়ে, খারাপ ভীষণ|
    ধূসর আকাশ, বাতাস আজ গরম|
    যুদ্ধ বন্ধ আজ, ভালো থেকো দুশমন|


    -- রবিরশ্মি ঘোষ, অস্ট্রেলিয়া


    ২৫শে মে ২০১৯ইং
    3/related/default