Type Here to Get Search Results !

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করলো কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে প্রদেশ কংগ্রেস। অন্যান্য বারের মতো এবছরও আগরতলায় কংগ্রেস ভবনের সামনে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
 উপস্থিত ছিলেন পিসিসি এর রাজ্য সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, পিসিসি'র সহসভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। ছিলেন শাখা সংগঠনগুলির প্রতিনিধিরাও।
জাতীয় পতাকা, দলীয় পতাকা ও অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর উপস্থিত সবাই রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
রাজধানী আগরতলা ছাড়াও বিভিন্ন মহকুমা ও শহরগুলিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করে কংগ্রেস। পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ত্যাগ, আত্মবলিদান ও দেশপ্রেম নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১শে মে তামিলনাড়ুর পেরম্বুদূরে আততায়ীদের হাতে মৃত্যু হয়েছিলো রাজীব গান্ধীর। 
তিনি দেশের এক অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন।

ছবিঃ সুমিত কুমার সিংহ এবং সংগৃহীত

২১শে মে ২০১৯ইং 
   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.