ভারতের লোকসভা নির্বাচনে সাত দফার নির্বাচনে রোববার (১৯ মে) সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ভোটগ্রহণ পর্ব। ২৩ মে লোকসভা নির্বাচনের ভোট গণনা। সেখানেই ঠিক হবে কেন্দ্রে সরকার গড়বে কারা। বারানসী থেকে দ্বিতীয়বার ভোটে লড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার ওয়ানাদ এবং আমেঠি থেকে ভোটের ময়দানে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এবারের লোকসভা নির্বাচনে ভোট দেন প্রায় ৯০ কোটি ভোটার। গতবারের তুলনায় ৯ কোটি বেশি। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে প্রায় ১ মিলিয়ন ভোটকেন্দ্র তৈরি করা হয়।
১১ এপ্রিল প্রথম দফার ভোটে ভোটদানের হার ৬৯.৪৩ শতাংশ। ১৮ এপ্রিল দ্বিতীয় এবং ২৩ এপ্রিল তৃতীয় দফায় ৬৬ শতাংশ ভোট পড়ে। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ভোটদানের হার ছিল ৬৪ শতাংশ। ৫৭.৩৩ শতাংশ ভোট পড়ে পঞ্চম দফায়। ৬৩.৩ শতাংশ ভোট পড়েছে ষষ্ঠ দফার ভোটে। বেলা ১টা পর্যন্ত সপ্তম বা শেষ দফায় ভোটদানের হার ৪১.৬ শতাংশ।
এদিকে বুথফেরত জরিপে দেখা গেছে, বিজেপি বিনা বাধায় আবারও সরকার গঠন করছে। রিপাবলিক টিভি সি ভোটারের সমীক্ষাতেও তেমনই ইঙ্গিত। সি ভোটারের সমীক্ষার ইঙ্গিত, এনডিএ জোট পেতে পারে ২৮৭টি আসন। ইউপিএ জোট পেতে পারে ১২৮টি আসন। অন্যদের ঝুলিতে যেতে পারে ১২৭টি।
এছাড়া টাইমস নাও-ভিএমআর’র বুথফেরত সমীক্ষা আভাস দিয়েছে, এনডিএ পেতে পারে ৩০৬টি আসন। ১৩২টি আসন পেতে পারে ইউপিএ। অন্যরা ১০৪টি আসন। তবে অনেক সময়ই এই বুথফেরত সমীক্ষা কাজে লাগেনি। এর আগে এক লোকসভা নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর ক্ষমতায় আসার তথ্য সমীক্ষায় পাওয়া গেলেও ভোটের ফলাফলে তা হয়নি।
ঢাকা ডেস্ক
১৯শে মে ২০১৯ইং
ঢাকা ডেস্ক
১৯শে মে ২০১৯ইং