আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ, পাশের হার ৮৮.৯৫%

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার ৮৮.৯৫ শতাংশ। রেগুলার পরীক্ষার্থী ছিলো ৩,৩৫৮ জন। তাদের মধ্যে পাশ করেছে ২,৯৮৭ জন। মঙ্গলবার (২১ মে) পর্ষদ এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফলাফলের ঘোষণা দেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। এবছর সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে বারো জন। তবে এবারের ফলাফলে ছাত্রীরা অনেকটাই পিছিয়ে পড়েছে। শুধুমাত্র যুগ্মভাবে নবম স্থানে একজন ছাত্রী রয়েছে। বিজ্ঞান বিভাগের ফলাফলে প্রথম হয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র নীলাঞ্জন দেব (৪৮৫)। দ্বিতীয় হয় বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের আকাশ মজুমদার (৪৭২)। তৃতীয় ও চতুর্থ হয়েছে শিশুবিহার স্কুলের অর্ণব চৌহান (৪৭১) ও আবীর দেবনাথ (৪৭০)। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পরপর তিনটি স্থানই দখল করেছে উমাকান্ত একাডেমির শুভম বনিক (৪৬৯), সাগর পাল ( ৪৬৭) ও সুপ্রতিম দত্ত (৪৬৬)। অষ্টম স্থান অধিকার করে বি বি ইনস্টিটিউশানের পল্লব দেবনাথ(৪৬৪)। যুগ্মভাবে নবম হয়েছে গোল্ডেন ভ্যালি দ্বাদশের বিরাট দেবনাথ, উদয়পুর ইংরেজি মাধ্যম স্কুলের কৃষ্ণেন্দু সাহা ও ধর্মনগর বালিকা বিদ্যালয়ের রিশ্মিতা ধর। তাদের প্রাপ্ত নম্বর ৪৬৩ । দশম হয়েছে চন্দ্রপুর দ্বাদশের পুনিত দেবনাথ (৪৬২) । পর্ষদ সভাপতি জানিয়েছেন পরবর্তী সময় কলা ও বাণিজ্য বিভাগের ফল প্রকাশ করা হবে। বিজ্ঞান বিভাগের ছাত্রদের উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে যেন কোনও রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২১শে মে ২০১৯ইং    
    3/related/default