সবই ভুল....
হেলায় ভুলিয়া জন রয়েছে মশগুল, সমস্ত ভাবনার মাঝে পাবে না যে কূল। সুখের দরিয়া যেন শুকাইয়া গেলো, জানালা দিয়ে আঁতশ পাখি দ্রুত পালাইলো। ক্ষণিক ব্রহ্মাণ্ডে মজিয়া মানব করিলে ভুল, তারই শোকে ঝরে আজি অফুরান অশ্রুসজল। রিক্তের দুয়ারে দাঁড়ায়ে ক্ষণ ভাবি মনে, দক্ষিণা দ্বারে হেসেছিলে তুমি আদি দর্শনে। দিনতো চলিয়া গেল মাস ফুরিয়ে বছর, সহসা ঘনিয়ে এল যেন সময় আছর। এক নিমিষে দেখিলাম নিভে গেল প্রভাত, রইব আমি তোমারি আশে দিন সারারাত। আঁধার কাটিয়া যেন খুঁজে পাই কূল, একান্ত চিত্তে পারিলাম বুঝিতে জীবনটাই ভুল।
-- খোরশেদ আলম বিপ্লব, বাংলাদেশ
১২ই মে ২০১৯ইং
হেলায় ভুলিয়া জন রয়েছে মশগুল, সমস্ত ভাবনার মাঝে পাবে না যে কূল। সুখের দরিয়া যেন শুকাইয়া গেলো, জানালা দিয়ে আঁতশ পাখি দ্রুত পালাইলো। ক্ষণিক ব্রহ্মাণ্ডে মজিয়া মানব করিলে ভুল, তারই শোকে ঝরে আজি অফুরান অশ্রুসজল। রিক্তের দুয়ারে দাঁড়ায়ে ক্ষণ ভাবি মনে, দক্ষিণা দ্বারে হেসেছিলে তুমি আদি দর্শনে। দিনতো চলিয়া গেল মাস ফুরিয়ে বছর, সহসা ঘনিয়ে এল যেন সময় আছর। এক নিমিষে দেখিলাম নিভে গেল প্রভাত, রইব আমি তোমারি আশে দিন সারারাত। আঁধার কাটিয়া যেন খুঁজে পাই কূল, একান্ত চিত্তে পারিলাম বুঝিতে জীবনটাই ভুল।
-- খোরশেদ আলম বিপ্লব, বাংলাদেশ
১২ই মে ২০১৯ইং