Type Here to Get Search Results !

অনন্তকালের সবুজগুলো" ...... বাংলাদেশ থেকে শাহানুর আলম উজ্জ্বল"র কবিতা

 অনন্তকালের সবুজগুলো 

----------------------
অনন্তকালের সবুজগুলো একটি সবুজ পাতার মত।
বহমান বিবর্তনে পৃথিবী সবুজ,
শুধু বৃক্ষগুলোই সবুজ হতে পারে।
নিয়মের ভিতর থেকেই পত্রপল্লবে বৃক্ষশাখা দোল খায়,
অঙ্কুরিত হয় অতপরঃ ধীরে ধীরে সবুজ পাতায় ভরে ওঠে।
প্রাণিকুলের বিবর্তন বৃক্ষের মত তেমনটি নয়।
অথচ স্বাভাবিকভাবে তেমনটি হবার কথা ছিল।
এখন প্রাণিকুল জন্মের পরে শিশু হয়বাচ্চা হয়।
সবুজ হতে গেলে করতে হয় লড়াই।
সেই সামগ্রিক পত্রপল্লবের মত সবুজ হতে গেলে...
নিজেকে মেলে ধরতে হয় ছাতিম পত্রের মত।
যেখানে যৌবনের উদ্দাম  উচ্ছাসের ঝড় থাকবে,
থাকবেনা চরম স্খলন অতপরঃ দূর্বল মানসিকতা।
তীব্র দেশপ্রেমপ্রকৃত ভালোবাসাপ্রেম...
যেখানে হতাশা হৃদয়কে আচ্ছন্ন করেনা বরং অমঘ প্রেম আর
সৃষ্টিনেশা দিয়ে জয় করবে বিশ্বকে।
বিকারগ্রস্তশঠতাভন্ডামি আর মিথ্যাবাদিতার মধ্যে
কোন সজিবতা সবুজ নেই।
নিজস্ব বলয়ে অঙ্কুরিত হতে হতে বৃক্ষপল্লবের মত...
আমিও সবুজ হতে চাই।
এই সবুজইতো আমার সৃষ্টি খেলার ক্ষমতার শক্তি।
যার নাম আমরা বলে থাকি যৌবন।

শাহানুর আলম উজ্জ্বল, বাংলাদেশ 

ছবিঋণঃ ইন্টারনেট হইতে সংগৃহীত 

৫ই মে ২০১৯ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.