তন্ময় বনিক,আগরতলাঃ
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পুনঃ নির্বাচনে ভোটের হার ৭২.৩ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত এই ভোটের হার বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পুনঃ নির্বাচনে ভোটের হার ৭২.৩ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত এই ভোটের হার বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত।
নির্দিষ্ট সময়ের পরও দু'একটি বুথে ভোটগ্রহন চলে বলে জানান তিনি। এর ফলে ভোটের হার সামান্য কিছুটা এদিক সেদিক হতে পারে।
ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, কিছু বুথে বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি। তিনি দাবি করেন - পুনঃ নির্বাচনে ভোটদানের ব্যাপারে ভোটারদের সচেতন করা হয়েছে। তাই ভোটের হার ৭২.৩ শতাংশ হয়েছে।
সিইও বলেন পুরুষের ক্ষেত্রে ভোটের হার ৭১ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে ৭৩ শতাংশ।
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই মে ২০১৯ইং