নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
আন্তর্জাতিক যোগা দিবস। গোটা বিশ্বে এই দিনটি উদযাপনের কৃতিত্ব মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই। ২০১৪ সালে রাষ্ট্র সংঘের কাছে প্রস্তাব দিয়েছিলেন তিনি। তারপর থেকে ২১ জুন দিনটিতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে।
আন্তর্জাতিক যোগা দিবস। গোটা বিশ্বে এই দিনটি উদযাপনের কৃতিত্ব মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই। ২০১৪ সালে রাষ্ট্র সংঘের কাছে প্রস্তাব দিয়েছিলেন তিনি। তারপর থেকে ২১ জুন দিনটিতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে।
পঞ্চম আন্তর্জাতিক যোগা দিবসে একথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়েছে।
রাজ্যের মূল অনুষ্ঠান হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে সুস্থ সতেজ থাকতে নিয়মিত যোগা করার পরামর্শ দেন। নিজের পরিবার ও পারিপার্শ্বিক যারা আছেন তাদেরকেও অনুপ্রাণিত করার আহ্বান জানান।
এদিন যোগায় অংশ নেন মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ বিভিন্ন বাহিনীর জওয়ানরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও তাতে অংশ নেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে জুন ২০১৯