আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তালছন্দে আবার শহর মাতিয়ে তুলতে ড্রামার অনুরাগের অনুষ্ঠান ২১ জুলাই

    আরশি কথা
    রাজ্যের বিস্ময়কর প্রতিভা ড্রামার অনুরাগের অনুষ্ঠান ২১ জুলাই, সন্ধ্যে ৬টায়। জমজমাট এই অনুষ্ঠানটি হবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নং ১ -এ।থাকছে আরও কিছু নজরকাড়া বিনোদন। " ত্রিপুরা ড্রাম ফেস্ট " শীর্ষক এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। তাল ছন্দে ভরা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সবার উপস্থিতি একান্ত কাম্য।

    # উদ্যোক্তাদের তরফে একটি প্রচারমূলক প্রতিবেদন

    ২২শে জুন ২০১৯
    3/related/default