বোন চায়নার সাদা পেয়ালায় একটা হালকা চুমুক দিয়ে বেশ আনন্দিত হয়ে উঠলো নীলের মুখ
- আহা , চা টা কিন্তু সত্যিই তুই
দারুণ করিস জারুল, তোর হাতে জাদু আছে ,
এই জন্যই তো আমি তোর প্রেমে একেবারে ফিদা
- এই চুয়ান্ন তলার ফ্ল্যাটে আকাশ টা কত কাছে চলে এসেছে দ্যাখ নীল
- প্রথম সেই পহেলগাঁওয়ের ভিতু নীলোফার তুষার বৃষ্টিতে দু- হাত মেলে দিয়ে উদ্দাত্ত কন্ঠে শায়েরি বলছে , আজও ভাবলে আমার রোমাঞ্চিত লাগে
- জারুল তুইও তো উইমেন্স কলেজের বোটানীর এক্সকারসনে প্রথম পহেলগাঁওয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছিলিস ,
- সেই যে আমি বাড়ি থেকে বেরোলাম একেবারে সটান এই চুয়ান্ন তলার ফ্ল্যাট
- নীল একবার কাছে আয় প্রাণ ভরে একটু চুমু খাই আর আমাদের গোপন পৃথিবীতে ভ্রমন করি
- জারুল কেন বলতো এতো নির্দয় হয় এই কোমল সবুজ পৃথিবীর মানুষগুলো, সবার ভালোবাসা কি একটি ছেলে আর একটি মেয়েকে ঘিরেই গড়ে উঠবে , তার উল্টোটাওতো হতে পারে কারোর জীবনে, সেটা মেনে নিতেই এতো কষ্ট এতো সম্পর্কের সুতো ছেঁড়া
- নীল কথা দে আমাকে ছেড়ে কোথাও যাবিনা , আমার ভালোবাসা শুধু তুই নীলোফার
- জারুল তোর বাড়ির লোকের অত্যাচার মনে আছে , যখন কাশ্মীর বেড়াতে গিয়ে আমাকে প্রথম দেখলি আর চোখে চোখে বুঝিয়ে দিয়েছিলিস আমি শুধুই তোর , সেই দিনগুলোর কথা
- নীল আমার নীলু আমার নীলোফার , তোর সব কথাগুলো আমি ঠোঁট দিয়ে শুষে নিলাম , তোকে ছাড়া আমি একদিন ও বাঁচবোনা
- এই চুয়ান্ন তলার খোঁজ কেউ পাবেনা , তোর বুকের গভীরতায় আমি নেশা ছড়ায়
- জারুল সমস্ত রাতটা আজ দেওয়ালির আলোয় দুজন দুজনকে খুঁজে যাবো ।
- নীল আমরা পৃথিবীর সুুখী মানুষ হবো।তনুশ্রী মল্লিক, কলকাতা
২৩শে জুন ২০১৯