নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
আগরতলা শহরে সবুজায়ন কিংবা সবুজ আগরতলা গড়ার লক্ষ্যে দৌড়। দৌড়লো শহরবাসী, দৌড়লেন মুখ্যমন্ত্রী। এমনকি বনমন্ত্রী।মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বনদপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
রবিবার (২৩ জুন) সকালের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় ' রান ফর গ্রীন আগরতলা ' । উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।
তাতে মুখ্যমন্ত্রী,বনমন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্য দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি ঘটে।
তারপর শুরু হয় দৌড়। উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত দৌড়ে অংশ নেন উপস্থিত সবাই। মুখ্যমন্ত্রী বলেন, শহরকে সুন্দর করা এবং সবুজায়নের উদ্দেশ্যেই এই কর্মসূচী। জুলাই মাসে বনমহোৎসব শুরুর আগেই এবছর জুন মাস থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। বনমহোৎসব পালনের অঙ্গ হিসেবেই এই কর্মসূচী বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি তার বক্তব্য শেষ করার পর পতাকা নেড়ে দৌড়ের সূচনা করেন।
শিশু থেকে প্রবীণ বিভিন্ন বয়সীদের এই রান ফর গ্রীন আগরতলা নামক অনুষ্ঠানে অংশ নিয়ে দৌড়তে দেখা যায়।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে জুন ২০১৯
আগরতলা শহরে সবুজায়ন কিংবা সবুজ আগরতলা গড়ার লক্ষ্যে দৌড়। দৌড়লো শহরবাসী, দৌড়লেন মুখ্যমন্ত্রী। এমনকি বনমন্ত্রী।মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বনদপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
রবিবার (২৩ জুন) সকালের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় ' রান ফর গ্রীন আগরতলা ' । উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।
তাতে মুখ্যমন্ত্রী,বনমন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্য দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি ঘটে।
তারপর শুরু হয় দৌড়। উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত দৌড়ে অংশ নেন উপস্থিত সবাই। মুখ্যমন্ত্রী বলেন, শহরকে সুন্দর করা এবং সবুজায়নের উদ্দেশ্যেই এই কর্মসূচী। জুলাই মাসে বনমহোৎসব শুরুর আগেই এবছর জুন মাস থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। বনমহোৎসব পালনের অঙ্গ হিসেবেই এই কর্মসূচী বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি তার বক্তব্য শেষ করার পর পতাকা নেড়ে দৌড়ের সূচনা করেন।
শিশু থেকে প্রবীণ বিভিন্ন বয়সীদের এই রান ফর গ্রীন আগরতলা নামক অনুষ্ঠানে অংশ নিয়ে দৌড়তে দেখা যায়।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে জুন ২০১৯