আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    " অন্তর্গূঢ় " ...... বাংলাদেশ থেকে ডি কে সৈকত এর কবিতা

    আরশি কথা
    " অন্তর্গূঢ় "
    এ মাধবী রাতে স্বপ্নের খেলাঘরে লিখেছি এক চিরকুট। কোন একদিন বিষাদের মোহ মায়াজালে জড়াবো তোমাকে ভালোবাসিবার ছলে। পৃথিবীর কোন এক সুর অনন্ত বিরহ নিয়ে অপেক্ষার প্রহর গুনবে অন্তহীন জ্যোৎসনা রাতে। সেদিন কোনখানে অজানা এক স্বপ্ন প্রস্ফুটিত হবে পৃথিবীর সব রঙ মেখে। আজকের মতো কোনো এক রানার প্রেমের ব্যাকুল চিঠি হাতে অদৃশ্য ভালো বাসায় পৌঁছে দেবে সুখ-দুঃখ কে। সেইখানে শুধু তোমার আমার একটুখানি ছোঁয়ার দুঃখ শোকেরএই আয়োজনে।


    -- ডি কে সৈকত,বাংলাদেশ


    ২৩শে জুন ২০১৯
    3/related/default