আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমি..." আটলান্টা থেকে জবা চৌধুরী'র কবিতা

    আরশি কথা
    আমি 
    ~~~~~~~~~ 


    আমার 'আমি', তোমার 'আমি'
    সবারই 'আমি' আগে
    পাই বা না-পাই জেতার আশায়
    মনটি শুধুই ভাগে।

    রূপের আমি, বিরূপের আমি
    অরূপ পিয়াসী যাতনা
    ভরি প্রেম-রূপ মন-অভিরূপ
    ভালোবাসি রূপ কতো না।

    হিমের পরশে স্নিগ্ধ যে 'আমি'
    গ্রীষ্মে সে উগ্র-বদনা
    আমি প্রতিবাদ হানি মিথ্যের দুয়ারে
    সত্যের করি বন্দনা।

    ভালোবাসা-বাসি, ছল, রেষারেষি
    একদিন হয় পুরোনো
    কেউ চলে যায় শূন্যতা রেখে
    কারো স্মৃতি ফুলে ভরানো।

    সময়ের সাথে ডামা-ডোল বাজে
    জয়ী হতে চায় 'আমি'
    জয়-পরাজয়ে পাল্টায় না শুধু
    সাড়ে তিন হাত জমি।


    -- জবা চৌধুরী, আটলান্টা

    ১৬ই জুন ২০১৯
    3/related/default