লোকদেখানো মা ডেকে তুই
পূজিস আমায় গর্বভরে-
ধর্ষণে তোর মন দেখেছি
ছাড়িস্ আমায় পূজো করে ?
#
গর্ভবতী হলে তখন
গর্ভপাতে বাধ্য করিস্ !
লোকলজ্জা আমার পেটে
তুই শঙ্কায় কেটে পড়িস্ !
#
পাগলামো ছাড় বলে দিলাম্
মা'র ইজ্জত হচ্ছে নিলাম্
ঠগবাজি তোর জেনে নিয়ে
জাগছে নারী জানিয়ে দিলাম্ ৷
#
ঘরে ঘরে দুর্গাকালী
তাঁদের সুখের গুড়ে বালি
সেই পূজোকে দূরে ঠ্যালে
কী আনন্দে নাম লিখালি ?
#
ধর্ম মানুষ বিভাগ করে
আসল লুকোয় চূলোর পরে
মানুষ তখন শ্রেষ্ঠ হবে
কর্মে যখন প্রমাণ করে ৷
#
সেই আশাতে মাতৃ হৃদয়
করছে ক্ষমা সন্তানেরে
সন্তান হোক আসল মানুষ
নকল পূজোর ধ্বজা ছেড়ে ৷৷
--- রতন আচার্য, আগরতলা
ছবিঋণঃ সৌজন্যে ইন্টারনেট
৬ই জুলাই ২০১৯