আবু আলী, ঢাকা:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম রবিবার থেকে টানা ছয় দিন বন্ধ থাকবে। ঈদুল আযহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে ছয় দিনের বন্ধ পাওয়া গেছে। তবে ওই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ আগস্ট থেকে স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
১০ই আগস্ট ২০১৯