প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলো প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার( ২০আগস্ট) এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠান হয় আগরতলাইয় কংগ্রেস ভবনের সামনে।
তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেন বোরা। এছাড়া উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, পিসিসির সহ-সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, আগরতলা পুর নিগমের কাউন্সিলার রত্না দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।
জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলনের পর রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।
রাজ্যের বর্তমান পরিস্থিতিতে গান্ধীজি ও রাজীব গান্ধীর আদর্শ সবার কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি। এদিনের এই কর্মসূচীতে রাজ্য কংগ্রেসের প্রথম সারির এবং যুব কংগ্রেসের অধিকাংশ নেতারাই উপস্থিত ছিলেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ এবং সৌজন্যে রাখু দাস
২০শে আগস্ট ২০১৯