রাজধানীর সূর্য চৌমুহনীতে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তির সঙ্গে এবার জায়গা পেলো রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি।মঙ্গলবার( ২০আগস্ট) প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মজয়ন্তীতেই তাঁর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এআইসিসি এর নেতা ভূপেন বোরার হাত ধরে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন পিসিসি সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, আগরতলা পুর নিগমের কাউন্সিলার রত্না দত্ত সহ অন্যান্যরা। এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব গান্ধীর জীবনের বিভিন্ন কৃতিত্ব ও বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সবাই। প্রসঙ্গত, সূর্য চৌমুহনীতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি আগেই ছিলো। এখন এর পাশে স্থাপন করা হয় রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাই রাজীবজি এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মহিলা কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২০শে আগস্ট ২০১৯