কি নিষ্ঠুরতা! যিনি আমাদের স্বাধীনতা এনে দিলেন, তাকে শত্রুরা নয়, আমাদেরই কিছু অমানুষ মেরে ফেললো! কেবল তাকে নয়, সঙ্গে তার দেশে থাকা পরিবারের প্রতিটি সদস্যকে! আমরা পরিবারের একজন মারা গেলে কতোটা অসহায় বোধ করি, কতটা ভেঙে পড়ি, আমাদের শোক কত গভীর! অথচ এই পরিবারটির এতোজন সদস্যকে মেরে ফেলার পর শোক প্রকাশ তো দূরের কথা, করেছে বছরের পর বছর ইতিহাস বিকৃতি! হায়রে দেশ! অভাগা দেশ আমার!
কিন্তু ইতিহাস যতোই বিকৃত করা হোক, সত্য আজ তরুণদের সামনে! তারুণ্য নির্ভর এই বাংলাদেশ জানে, তিনি না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না! বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বপ্ন কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আলোয় আলোকিত হয়ে উঠুক বাংলাদেশ, আবারও দেশ প্রেমে উজ্জীবিত হয়ে উঠুক তারুণ্য। আজকের এই শোক, শক্তিতে রূপান্তরিত হোক। আবারও এক হয়ে উঠি আমরা।
রাশেদা রওনক খান
শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কৃতজ্ঞতা স্বীকারঃ সৈয়দ ইফতেখার
ছবিঋণঃ সৌজন্যে ইন্টারনেট
ছবিঋণঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০১৯