আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওরা ভেবে ছিল......" বাংলাদেশ থেকে ডা. সুলতানা পারভীন রুমা

    আরশি কথা
    ওরা ভেবে ছিল......

    ওরা ভেবেছিলো
    শেষ করে দিলেই বুঝি সব শেষ হয়ে যায়,
    ভেবেছিল মিথ্যে ডামাডোলে
    নিজের ক্ষমতাকে করবে আদায়,
    মুজিব নামের শব্দটি আর উচ্চারিত হবে না,
    মুজিবের আর কোনো বংশধর  মাটিতে রবে না,
    কিন্ত মুজিব মানেই যে একটি বাংলাদেশের নাম,
     কথা তোরা ভাবিস না?
     রে মীরজাফর নরপশুর দল,
    আর কত মারবি?
    চাবুকের আঘাতে আঘাত করে করে
    নিজেরাই হয়েছিস ক্লান্ত ?
    একটু জিরিয়ে নে ,
    আমার রক্তের পানি খেয়ে তৃষ্ণা মিটা,
    তবু তো শেষ করতে পারবি না এই একজন মুজিবকে?
    যতই আঘাত করবি?
    ততই উজ্জ্বল নক্ষত্রের মতো
    আলোকিত হয়ে জলবে

    ডা. সুলতানা পারভীন রুমা
    বাংলাদেশ

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

    ১৫ই আগস্ট ২০১৯
    3/related/default