স্বাধীন তুমি আমি"
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০১৯
দু'টো ভালোবাসার গান
দু'কলম মিষ্টি প্রেমের তান
ধুলো-বালি ঝেড়ে অবাধে চলা
মন জুড়ে থাক শুধু বর্ণমালা ।
অহংকার হোক সু-শিক্ষার
নামে কী বা যায় আসে
হাত বাড়ালাম বন্ধু আজ
তোকেই ভালোবেসে।
যাঁরা এলো, যাঁরা গেলো
স্বাধীনতা এনে দিলো
তোমার আমার হাতে
দেশখানি তুলে দিলো।
সেই রক্তের বিনিময়ে
জীবনের মূল্য দানে
লিখে গেলো শহীদেরা
জীবনের সেরা মানে।
অধিকারের বড়াই আজ
স্বাধীনতায় 'স্ব' নেই
স্বার্থে জোড়া জীবন গড়া
'আমি' আছি তো 'তুমি' নেই।
বিভেদ কষা ভালোবাসায়
মন জুড়ানো তাপ নেই
বাষ্প ওড়া মনের জ্বালায়
'স্বাধীন' বলায় সুখ নেই।
আজও আশার পথে রেখে দু'চোখ
জেগে স্বপ্নে দেখি সুদিন
মনুষ্যত্বে বাঁচতে শিখেই
তুমি আর আমি হবো স্বাধীন।
- জবা চৌধুরী, আটলান্টা
১৫ই আগস্ট ২০১৯