তার নাম সদ্য চারাগাছ
পৃথিবীর সবকিছু যেন এখানে খুঁজে পাওয়া যায়। হুমমমম.....এখানেই!
যেখান থেকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া গাছের ঘুমন্ত প্রাণ শিকড়ে জাগে। নানান প্রতিকূলতা, সঙ্গে লড়াই ; কংক্রিটে জড়িয়ে যাওয়া জীবন এডজাস্টমেন্টে বাঁচে ! জীর্ণ, শুষ্ক, মরীচিকার আড়ালে তাঁর অস্তিত্ব শুধুই সতীত্বের গল্প লিখে।
সেই কিনা লজ্জা ঢাকে ধুলোবালির আস্তরণে; আবারো প্রেমের জোয়ারে ভালবেসে আদর মাখতে চায় নোনা বৃষ্টির জলে ।
কর্মিতা বণিক,আগরতলা
১১ই আগস্ট ২০১৯
পৃথিবীর সবকিছু যেন এখানে খুঁজে পাওয়া যায়। হুমমমম.....এখানেই!
যেখান থেকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া গাছের ঘুমন্ত প্রাণ শিকড়ে জাগে। নানান প্রতিকূলতা, সঙ্গে লড়াই ; কংক্রিটে জড়িয়ে যাওয়া জীবন এডজাস্টমেন্টে বাঁচে ! জীর্ণ, শুষ্ক, মরীচিকার আড়ালে তাঁর অস্তিত্ব শুধুই সতীত্বের গল্প লিখে।
সেই কিনা লজ্জা ঢাকে ধুলোবালির আস্তরণে; আবারো প্রেমের জোয়ারে ভালবেসে আদর মাখতে চায় নোনা বৃষ্টির জলে ।
কর্মিতা বণিক,আগরতলা
১১ই আগস্ট ২০১৯