Type Here to Get Search Results !

তার নাম সদ্য চারাগাছ " ... এক অনন্য অনুভবে আরশিকথায় লিখলেন কর্মিতা বণিক

তার নাম সদ্য চারাগাছ

পৃথিবীর সবকিছু যেন এখানে খুঁজে পাওয়া যায়। হুমমমম.....এখানেই!
যেখান থেকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া গাছের ঘুমন্ত প্রাণ শিকড়ে জাগে। নানান প্রতিকূলতা, সঙ্গে লড়াই ; কংক্রিটে জড়িয়ে যাওয়া জীবন এডজাস্টমেন্টে বাঁচে ! জীর্ণ, শুষ্ক, মরীচিকার আড়ালে তাঁর অস্তিত্ব শুধুই সতীত্বের গল্প লিখে।
সেই কিনা লজ্জা ঢাকে ধুলোবালির আস্তরণে; আবারো প্রেমের জোয়ারে ভালবেসে আদর মাখতে চায় নোনা বৃষ্টির জলে ।



কর্মিতা বণিক,আগরতলা

১১ই আগস্ট ২০১৯