মহান নেতা
হে মহান নেতা,বজ্রকন্ঠে
বাংলাদেশ উচ্ছারনে তোমার
পাকিস্থানি হানাদার হয়েছে ব্যাকুল।
বাংলাদেশ উচ্ছারনে তোমার
পাকিস্থানি হানাদার হয়েছে ব্যাকুল।
সাতই মার্চের ভাষনে তোমার
সাতকোটি বাঙ্গালী করেছে
ঐক্যস্বরে শ্লোগান,
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
রক্তে রন্জ্ঞিত করে সারাদেশ
তবু গেয়েছে জয়গান।
সাতকোটি বাঙ্গালী করেছে
ঐক্যস্বরে শ্লোগান,
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
রক্তে রন্জ্ঞিত করে সারাদেশ
তবু গেয়েছে জয়গান।
সে মুক্তিকামী সৈনিক তুমি
যে জীবনের বেশির ভাগ সময়
পাকিস্থানিদের হাতে বন্দি থেকেও
ক্লান্ত,শ্রান্ত অবসান্ত না হয়ে
অকুতোভয় পথ চলেছো দুর্গম!
তবু বাঙ্গালী জাতির
মুক্তির পথ করেছো সুগম।
যে জীবনের বেশির ভাগ সময়
পাকিস্থানিদের হাতে বন্দি থেকেও
ক্লান্ত,শ্রান্ত অবসান্ত না হয়ে
অকুতোভয় পথ চলেছো দুর্গম!
তবু বাঙ্গালী জাতির
মুক্তির পথ করেছো সুগম।
মৃত্যু ভয় করেনিতো তোমায়
কোনদিনও লোভের পথগামী,
কারাগারের পাশে কবর খুড়েছে
তবু বাঙ্গালী আর বাংলাদেশ
ছিল অন্তর্যামী।
কোনদিনও লোভের পথগামী,
কারাগারের পাশে কবর খুড়েছে
তবু বাঙ্গালী আর বাংলাদেশ
ছিল অন্তর্যামী।
হয়েছে স্বাধীন, নেই বাংলা পরাধীন
তবু শত্রুর কবলে হারিয়েছো প্রাণ,
আজ স্বাধীনতারব পয়তাল্লিশ বছর পরও
বাংলায় গাই গান,পাশে তোমারও জয়গান।
তবু শত্রুর কবলে হারিয়েছো প্রাণ,
আজ স্বাধীনতারব পয়তাল্লিশ বছর পরও
বাংলায় গাই গান,পাশে তোমারও জয়গান।
তোমারি স্বপ্নের সোনার বাংলা
ভুলেনি তোমায়,কখনো হবেনা নিঃশ্বেষ
তারা বুজেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
ভুলেনি তোমায়,কখনো হবেনা নিঃশ্বেষ
তারা বুজেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
-- এস এইচ রুবেল,সৌদি আরব
কৃতজ্ঞতা স্বীকারঃ খোরশেদ আলম বিপ্লব,আরশিকথা
ঢাকা, বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
১০ই আগস্ট ২০১৯