তবুও মুক্তি নেই...
মুক্তির মন্দির এ দাড়িয়ে তোমায় ছুঁয়েছিলাম
সেই ১৯৭১ এ,
চোখের জলে বিনিময় হয়েছিল
ভালোবাসার দুর্বোদ্য প্রাচীর ভেঙে,
জীবন যাপনে এসেছিলে
মুক্তির মিছিলে স্বাধীনতার স্বাদ।
একটি তর্জনী শত্রুর কালো থাবাকে
গিলে খেয়ে ছিল,
সেদিন ভালোবাসার মিছিলে
ডাক এসেছিল মৃত্যু নামক সত্যের,
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে জয় হয়েছিল
চেতনার মনুষ্যত্বের।
একটি মানচিত্র,একটি লাল সবুজের পতাকা,
একটি অধিকার,একটি সত্য কে বাঁচিয়ে রাখার
আপ্রাণ চেষ্টায় সেদিন জয় হয়েছিল
নাবালক শিশু তরুণ,
জয়ী হয়েছিল গর্ভধারিনী মা আর বৃদ্ধ পিতা
সেদিন লাশের স্তুপে সধ্য বিবাহিত নারী
খুঁজেছিল মুক্তির স্লোগান।
চোখের কোনের নদী ছাপিয়ে
হাতে নিয়েছিল শত্রু নিধনের হাতিয়ার,
মুছে ফেলে ছিল শেষ স্বীকৃতি
ভেঙ্গে ফেলেছিলো শেষ স্মৃতিচিহ্ন
সাহস আর প্রতিশোধের বেড়াজালে
সেদিন বন্দি করে ছিল বর্বর হানাদার ।
রক্তে আগুন জ্বালিয়ে
সেদিনের সূর্যসন্তানরা জয়ী করেছিল
একটি তর্জনীর নির্দেশে
আজ ৪৭ বছর পর আবার কেন
স্বপ্ন দেখি আর একটি তর্জনীর।
-- ডি কে সৈকত, বাংলাদেশ
১০ই আগস্ট ২০১৯
-- ডি কে সৈকত, বাংলাদেশ
১০ই আগস্ট ২০১৯