নিষিদ্ধ জলছবি...
এই মধ্যরাতে তোমার ঘুমন্ত মুখছবিটা আঁকতে চাইছি ,কেমন যিশুর মতো সারল্য ঘিরে রেখেছে তোমার মুখমন্ডলকে,খুব নরম উষ্ণতা চারিয়ে যাচ্ছে রাতবাতি জ্বলা ঘরটায় , আমি সুনিপুণ দক্ষতায় তোমার ঠোঁট দুটিকে ফুটিয়ে তুলছি ঈষৎ ভেজা আবেগ ও ফুটে উঠছে মসৃণ পেলবতায় , আমার লেখার টেবিল ছেড়ে কলমের এই নিশীর ডাকের কাছে আত্ম সমর্পণ আমি বসে বসে দেখছি, আর সাদা পাতায় ফুটে উঠছে গভীর রাতের জ্যামিতিক নকশা,ঘুমন্ত শরীরের উষ্ণতায় ভিজে যাচ্ছে সীমাহীন প্রান্তর আর উদাসীন রাত,আমার কোমল হাত কলম চালিয়ে এঁকে চলেছে এক কঠিন হৃদয় যেখানে অগুনতি গোলাপের ফুটে ওঠা থমকে আছে।
-- তনুশ্রী মল্লিক, কলকাতা
১৮ই আগস্ট ২০১৯
এই মধ্যরাতে তোমার ঘুমন্ত মুখছবিটা আঁকতে চাইছি ,কেমন যিশুর মতো সারল্য ঘিরে রেখেছে তোমার মুখমন্ডলকে,খুব নরম উষ্ণতা চারিয়ে যাচ্ছে রাতবাতি জ্বলা ঘরটায় , আমি সুনিপুণ দক্ষতায় তোমার ঠোঁট দুটিকে ফুটিয়ে তুলছি ঈষৎ ভেজা আবেগ ও ফুটে উঠছে মসৃণ পেলবতায় , আমার লেখার টেবিল ছেড়ে কলমের এই নিশীর ডাকের কাছে আত্ম সমর্পণ আমি বসে বসে দেখছি, আর সাদা পাতায় ফুটে উঠছে গভীর রাতের জ্যামিতিক নকশা,ঘুমন্ত শরীরের উষ্ণতায় ভিজে যাচ্ছে সীমাহীন প্রান্তর আর উদাসীন রাত,আমার কোমল হাত কলম চালিয়ে এঁকে চলেছে এক কঠিন হৃদয় যেখানে অগুনতি গোলাপের ফুটে ওঠা থমকে আছে।
-- তনুশ্রী মল্লিক, কলকাতা
১৮ই আগস্ট ২০১৯