আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহারাজাকে শ্রদ্ধা জানালেন প্রজ্ঞা দেববর্মণ

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রমের ১১১তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার(১৯আগস্ট) সকালে রাজধানীতে এক র‍্যালির আয়োজন করে মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটি।
    তাতে ত্রিপুরা আর্টিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের যুবক যুবতীরা অংশ নেয়। স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে আসে। 
    এখানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ সহ অন্যান্যরা। আধুনিক ত্রিপুরা গঠনে মহারাজার ভূমিকার প্রশংসা করে বক্তব্য রাখেন রাজকুমারী তথা মহারাজার নাতনী প্রজ্ঞা দেববর্মণ। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৯শে আগস্ট ২০১৯ 
    3/related/default