ঢাকা ব্যুরো এডিটর:
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১টি উপ-কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান আয়োজক পর্ষদ।
আগরতলার উদ্যোগ ও ঢাকার আয়োজনে আগামী ১১ অক্টোবর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মহামিলনায়তনে মোড়ক উন্মোচন করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্মারকগ্রন্থের।
এ উপলক্ষে ঢাকায় তিন দফা, আগরতলায় দুই দফা ও কলকাতায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সবশেষ রাজধানীর শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরির ‘ভিআইপি সম্মেলন কক্ষে’ চূড়ান্ত প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে ‘মোড়ক উন্মোচন অনুষ্ঠান’ ভালোভাবে আয়োজনে ১১টি উপ-কমিটি গঠন করা হয়।
এসব উপ-কমিটিতে একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব মিলে পূর্ণাঙ্গ উপ-কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সদস্যদের নামের তালিকা শিগগিরই জমা দেবে।
অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক অনামিকা ত্রিপুরা ও সদস্য সচিব মনদীপ ঘরাই।
আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক রোকসানা সাথী, সদস্য সচিব নিমাই মন্ডল।
সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক মহাদেব ঘোষ, সদস্য সচিব রুপশ্রী চক্রবর্তী।সদস্য অঞ্জনা সাহা, অপর্ণা খান, সুলতানা পারভীন রুমা ও দেবযানী।
মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, সদস্য সচিব প্রভাষ চৌধুরী।সদস্য মাহাবুর আলম সোহাগ, পলাশ মাহমুদ, রিতা আক্তার, আবুল আলী ও ইমরুল কায়েস।
প্রচার উপ-কমিটি আহ্বায়ক ওয়াজির সাত্তার, সদস্য সচিব শুক্লা দাশগুপ্তা। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক শাহ্জালাল ফিরোজ, সদস্য সচিব লুৎফর চৌধুরী।
দপ্তর উপ-কমিটির আহ্বায়ক নবীরুল ইসলাম, সদস্য সচিব সৈয়দ একতেদার আলী।অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক খোরশেদ আলম বিপ্লব, সদস্য সচিব ডি.কে সৈকত। সদস্য মনোয়ার হোসেন মানিক।
অর্থ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কে, এম,এইচ, শহিদুল ইসলাম, সদস্য সচিব বাপ্পী রহমান। সদস্য - খালেকুজ্জামান চৌধুরী, মামুন-উর-রশিদ।
সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক সিরাজুম মুনির, সদস্য সচিব মাহবুবা লাকী।সদস্য শিমুল পারভীন, সুজন হাজং।
মঞ্চ ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক উত্তম সেন, সদস্য সচিব ফাইজুল ইসলাম সুমন।
১৫ই সেপ্টেম্বর ২০১৯
১৫ই সেপ্টেম্বর ২০১৯