আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিষাদ ছায়া....বাংলাদেশ থেকে উম্মে কুলসুম মুন্নি'র কবিতা

    আরশি কথা
    বিষাদ ছায়া....

    আকাশে মেঘের ঘনঘটা
    বিষাদ ছুঁয়েছে মন,
    ভালো নেই মন,ভালো নেই
    চারিদিকে নিরব নিস্তব্ধতা ।
    চাতক পাখির মতো
    তাকিয়ে থাকা শুধু
    শুন্যতার দিকে !
    আসে না তো কেউ
    পথ ভুল করে,
    খুঁজে নেয় না কেউ
    শুধু আপন করে ।
    হৃদয় আকাশ আজ
    ঢেকেছে ঘন আঁধারে,
    অপেক্ষা শুধু নিরন্তর
    বিশ্বাস আর ভালোবাসার ।
    স্বপনেরা আজ হাতছানি দেয়
    অজানা কোন দূর থেকে,
    হবে কি পাওয়া কখনো
    সেই ছোট্ট মনের চাওয়া।
    নাকি রয়ে যাবে সেই সূদুরে
    মরিচীকা হয়ে,
    ছেড়ে যাবে বিষাদের ছায়া ।।

    --উম্মে কুলসুম মুন্নি
    লেখক ও আইনজীবী
    ঢাকা, বাংলাদেশ

    ২২শে সেপ্টেম্বর ২০১৯
    3/related/default