আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘এনআরসি নিয়ে ভারতকে বিশ্বাস করতে চাই’: বাংলাদেশের বিদেশমন্ত্রী

    আরশি কথা
    আবু আলী, ঢাকা ॥
    বাংলাদেশের বিদেশমন্ত্রী ড.  এ কে আবদুল মোমেন বলেছেন, আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ থাকলেও আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই। ১৫ সেপ্টেম্বর রবিবার বিদেশ মন্ত্রণালয়ে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
    তিনি আরও বলেন, এখন পর্যন্ত জানি এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তারা বার বার বক্তব্য দিয়েছে। আমরা তাদের ওপর বিশ্বাস রাখছি। তিনি বলেন, কিছুটা উদ্বেগ তো আছেই। আমরা খেয়াল রাখছি। আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই। তিনি বলেন, আমি বিশ্বাস করি রোহিঙ্গা সমস্যার সমাধানও দ্রুত হবে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র যাদের মিয়ানমার ও বাংলাদেশে বিনিয়োগ করছে। তাদের বলেছি রোহিঙ্গারা থাকলে অন্যদিক ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের উদ্দেশ্য সফল হবে না। এ অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হবে। তোমাদের নিজেদের স্বার্থে এ সমস্যা সমাধানে সিরিয়াস হতে হবে। কারণ, সন্ত্রাসীদের কোনো বর্ডার নেই, দেশ নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনসহ সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলো বিষয়টি আমলে নিচ্ছে। আমার প্রত্যাশা সমাধান আসবে।

    ১৫ই সেপ্টেম্বর ২০১৯
    3/related/default