Type Here to Get Search Results !

মুখোশ ও আমি..... ঢাকা থেকে আজম পাটোয়ারী এর কবিতা

মুখোশ ও আমি.....

জীবন চলে খট খটিয়ে কিংবা এলোমেলো
পাথুরে এই স্বপ্ন আমার চলছে আজও কেন?
বুঝিনি তো মন কে আমি, বোঝে না এই মন
ধূলোময় এই পৃথিবী সবই আধারময়।
দিনে বা রাতে?  তাতে কি যায় আসে
রঙিন ফানুস উড়ছে যে খুব রঙিন আকাশ বাঁকে,
তোমার পথে হাটছ তুমি, আমিও হাটি ভুলে
বাস্তবতার গ্লাসেতে পান করছি ধীরে।
জীবন চলে জীবনের মত
আমার কি যায় আসে,যাচ্ছেতাই করে যাই,
সাধুপুরুষ সেজে,সবার চোখে ইচ্ছে মত
কাঠের চশমায় ঢেকে।
কলংকিনী ডাকি আবার বেশ্যা বানাই যাকে
এই সমাজ কে তৈরি করি আমার আপন ছাচে।
কেউ বোঝে বা কেউ বোঝে না,স্বপ্ন বলে কাকে
সমান তালে চলছে স্রোত কালো কোন প্রাতে,
মহাকালের উষ্ণ আহ্বানে।


আজম পাটোয়ারী,ঢাকা 

ছবিঃ ইন্টারনেটের সৌজন্যে
২৯শে সেপ্টেম্বর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.