"আশার খেয়া"
মন হারিয়ে যায় বাঁকে
কাশফুলের বনফাঁকে
মালতী ফুলের ঝাঁকে
প্রজাপতির ডাকে
ওড়ে মন ওড়ে
রঙিন পাখায় চড়ে।
কাশফুলের বনফাঁকে
মালতী ফুলের ঝাঁকে
প্রজাপতির ডাকে
ওড়ে মন ওড়ে
রঙিন পাখায় চড়ে।
এমন দিনে স্নানের ঘাটে
একা বসে হাওয়ায় দোলে
জাহাজে চড়ার খেলা
চলে ভেসে যাবার মেলা
মৃদু বাতাস, স্নিগ্ধ রোদে
পাখির সুরের মেলা।
একা বসে হাওয়ায় দোলে
জাহাজে চড়ার খেলা
চলে ভেসে যাবার মেলা
মৃদু বাতাস, স্নিগ্ধ রোদে
পাখির সুরের মেলা।
আকাশে কে লেপ্টে দিল
শুভ্র রঙের কারুখেলা
ভাদ্র মাসে তালের পিঠেয়
বসে আনন্দমেলা।
শুভ্র রঙের কারুখেলা
ভাদ্র মাসে তালের পিঠেয়
বসে আনন্দমেলা।
নতুন ধানের চারায় চারায়
আশার আলোর খেয়া
রাতের শশী আকাশ জুড়ে
বাড়ায় প্রেমের মায়া।
আশার আলোর খেয়া
রাতের শশী আকাশ জুড়ে
বাড়ায় প্রেমের মায়া।
কবি: আইরিন সুলতানা লিমা
চাঁদপুর, বাংলাদেশ
চাঁদপুর, বাংলাদেশ
২২শে সেপ্টেম্বর ২০১৯