আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জন্মের দোষে.... চাঁদপুর থেকে শিউলি মজুমদার এর কবিতা

    আরশি কথা
    জন্মের দোষে....

    ও মেয়ে কাঁদিস কেন?
    কাঁদি নাগো।
    তবে চোখে কেন জল!
    ও তো আমার জন্মেরই ফল।
    বলিস কি তুই!
    এর উত্তর তোমায় আমি কি করে যে কই!
    তবে বলি শোনো,
    আমি নাকি বেজন্মা, পতিতার মেয়ে।
    পথে ঘাটে হাঁটার সময় লোকে কেমন চেয়ে থাকে।
    কবে থেকে বলছি মাকে স্কুলেতে যাব।
    আমিও পড়ালেখা করে অনেক বড় হব।
    মা যেন শুনতেই পায় না,
    বলে শুধু  পতিতার সন্তান স্কুলে যায় না।
    আজকে যখন ধরলাম চেপে রেগে গেলো মা,
    ধমক দিয়ে পিঠের মধ্যে দিলেন দু ঘাঁ।
    কাঁদতে কাঁদতে  বলল মা,
    কেন জন্ম নিলি অভাগীর ঘরে!
    জানিস না তুই পতিতার মেয়ে।
    আমাদের নেই কোন স্কুল, নেই কোন সমাজ।
    কত দুঃখ বুকে চেপে করছি ঘৃন্য কাজ।
    আমরা আজ কলুষিত ভদ্রবেশী মুখোশধারীর কারণে,
    তারাই ধিক্কার দেয় আমাদের হয় না জায়গা তাদের সমাজে।
    তারা তো দিব্যি ভালো থাকে কলংক লেপে দিয়ে।
    সমাজে নামীদামী মানুষের খাতায় নাম উঠায় গিয়ে।
    আমাদের হয় না ভালো থাকা, থাকে না কোন স্কুল।
    আমাদের চোখে বাধেঁ না কোনো স্বপ্নের কূল।
    আমাদের জন্য সমাজটাও হয় না ঠিক।
    আমরা সব অন্ধকারের দিগভ্রান্ত পথিক।
    আমাদের ঘরে জন্ম যে তোর আজন্মের পাপ,
    কিছু ভালো থাকার তরে, জন্ম নিয়ে কারো সনে করিসনে মা আলাপ।
    আমাদের আছে শুধু বুক ভরা ব্যথা আর চোখ ভরা জল।
    কাঁদিস না মা,ঐ চোখের জল তোর জন্মেরই ফল।


    -- শিউলি মজুমদার
    চর্যাপদ সাহিত্য একাডেমি
    চাঁদপুর বাংলাদেশ


    ২২শে সেপ্টেম্বর ২০১৯
    3/related/default