আবু আলী, ঢাকা ॥
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চার দিন বন্দরে ছুটি থাকবে। আগের দিন ৪ অক্টোবর শুক্রবার হওয়ায় টানা পাঁচ দিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে ওই ৫দিন এই বন্দর দিয়ে কোন পণ্য আমদানী-রপ্তানি হবে না।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগের দিন, অর্থাৎ ৪ অক্টোবর শুক্রবার হওয়ায় সেদিনও ছুটি থাকবে। ছুটি শেষে ৯ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে। তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
মহাত্মা গান্ধীর জন্মদিন বা গান্ধীজয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর বুধবারও আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ৩ অক্টোবর বৃহস্পতিবার যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।
২রা অক্টোবর ২০১৯