আবু আলী, ঢাকা ॥
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেছেন। গতকাল বিকেলে তিনি টেলিফোন করেন। এসময় ইমরা হাসিনার চোখের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেন।’ তিনি বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী তাঁর চোখের অবস্থা সম্পর্কে জানতে চাওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানান।
চলতি মাসের শুরুতে লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত চক্ষু পরীক্ষা করাচ্ছেন তিনি। গত ২৯ আগস্ট সাধারণ রোগীদের মতোই রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারিভাবে নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নেন শেখ হাসিনা।
২রা অক্টোবর ২০১৯