নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
ধনতেরাস উপলক্ষে শকুন্তলা রোডস্থিত জুয়েলার্স কাজল এর শোরুমে ক্যাশ ব্যাক কার্ড এর শুভ উদ্বোধন করলেন মহন্ত সদানন্দ দাস কাঠিয়াবাবা মহারাজ। এখন থেকে জুয়েলার্স কাজল- এ সোনার গয়না ক্রয় করলে পাবেন ক্যাশ ব্যাক কার্ড যার মাধ্যমে কাস্টমারদের টাকা ফেরত দেওয়া হবে, পরবর্তী গহনা বা গ্রহরত্ন ক্রয় করার সময়।
তবে কত টাকা ফেরত পাওয়া যাবে তা নির্ভর করবে কত ওজনের গহনা ক্রয় করা হল তার উপর। সংস্থার কর্ণধার গৌতম শীল বলেছেন, সোনার দাম যেভাবে বাড়ছে ক্রেতাদের গহনা ক্রয়ে উৎসাহ যাতে বজায় থাকে সেইজন্য ক্যাশ ব্যাক কার্ড এর মাধ্যমে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হল। শুধু তাই নয় এই কার্ডে থাকছে এক বিশেষ অফার।
জন্মদিন ও বিবাহবার্ষিকীতে গহনা ক্রয় করলে জুয়েলার্স কাজল এর পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ উপহার এবং মজুরির উপর আকর্ষণীয় ছাড়। এছাড়া এই কার্ডের মাধ্যমে জুয়েলার্স কাজল এর জ্যোতিষ বিভাগে জ্যোতিষ মণ্ডলী দ্বারা হস্তরেখা ও কুষ্ঠী বিচার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
এবার ধনতেরাস উপলক্ষে জুয়েলার্স কাজল এর ডাবল ধামাকা নিশ্চিত নানা উপহার, মজুরিতে ছাড়, লাকি ড্র এর মাধ্যমে সোনার কয়েন এবং ক্যাশ ব্যাক কার্ড এর মাধ্যমে টাকা ফেরত। এবছর ধনতেরাস উপলক্ষে জুয়েলার্স কাজল এর এই বিশেষ অফারগুলি গহনা ক্রয়ে রাজ্যবাসীকে উৎসাহ প্রদান করতে সহায়ক হবে বলে মনে করছেন সংস্থার কর্ণধার শ্রী শীল।
১৬ই অক্টোবর ২০১৯
ধনতেরাস উপলক্ষে শকুন্তলা রোডস্থিত জুয়েলার্স কাজল এর শোরুমে ক্যাশ ব্যাক কার্ড এর শুভ উদ্বোধন করলেন মহন্ত সদানন্দ দাস কাঠিয়াবাবা মহারাজ। এখন থেকে জুয়েলার্স কাজল- এ সোনার গয়না ক্রয় করলে পাবেন ক্যাশ ব্যাক কার্ড যার মাধ্যমে কাস্টমারদের টাকা ফেরত দেওয়া হবে, পরবর্তী গহনা বা গ্রহরত্ন ক্রয় করার সময়।
তবে কত টাকা ফেরত পাওয়া যাবে তা নির্ভর করবে কত ওজনের গহনা ক্রয় করা হল তার উপর। সংস্থার কর্ণধার গৌতম শীল বলেছেন, সোনার দাম যেভাবে বাড়ছে ক্রেতাদের গহনা ক্রয়ে উৎসাহ যাতে বজায় থাকে সেইজন্য ক্যাশ ব্যাক কার্ড এর মাধ্যমে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হল। শুধু তাই নয় এই কার্ডে থাকছে এক বিশেষ অফার।
জন্মদিন ও বিবাহবার্ষিকীতে গহনা ক্রয় করলে জুয়েলার্স কাজল এর পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ উপহার এবং মজুরির উপর আকর্ষণীয় ছাড়। এছাড়া এই কার্ডের মাধ্যমে জুয়েলার্স কাজল এর জ্যোতিষ বিভাগে জ্যোতিষ মণ্ডলী দ্বারা হস্তরেখা ও কুষ্ঠী বিচার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
এবার ধনতেরাস উপলক্ষে জুয়েলার্স কাজল এর ডাবল ধামাকা নিশ্চিত নানা উপহার, মজুরিতে ছাড়, লাকি ড্র এর মাধ্যমে সোনার কয়েন এবং ক্যাশ ব্যাক কার্ড এর মাধ্যমে টাকা ফেরত। এবছর ধনতেরাস উপলক্ষে জুয়েলার্স কাজল এর এই বিশেষ অফারগুলি গহনা ক্রয়ে রাজ্যবাসীকে উৎসাহ প্রদান করতে সহায়ক হবে বলে মনে করছেন সংস্থার কর্ণধার শ্রী শীল।
১৬ই অক্টোবর ২০১৯