আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্যামসুন্দরের ধনতেরসে নতুন কালেকশনের উদ্বোধনে জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    অন্যান্য বারের মতো এবছর ধনতেরসে গ্রাহকদের জন্য সোনার গয়নার নতুন সম্ভার নিয়ে এসেছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মঙ্গলবার (১৫ অক্টোবর) গয়নার নতুন কালেকশনের উদ্বোধন করতে কলকাতা থেকে আসেন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। ছিলেন আর এক অভিনেত্রী তথা প্রযোজক সুচন্দ্রা, বিশিষ্ট মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ এবং পরিচালক তথা জনপ্রিয় অভিনেতা রাজর্ষি দে। একই সঙ্গে তারা এদিন " পূর্ব পশ্চিম দক্ষিন উত্তর আসবেই " নামে একটি নতুন ধারার বাংলা চলচ্চিত্রের প্রচারও করেন। আগামী ২২ নভেম্বর সিনেমাটি রিলিজ হবে। তিনটি পৃথক গল্পকে চার নম্বর গল্পের মাধ্যমে যুক্ত করা হয়েছে এই ছবিতে। শিল্পীদের প্রত্যেকেই শ্যামসুন্দরের উদার কণ্ঠে প্রশংসা করেন। 
    এদিকে শ্যামসুন্দরের কর্ণধার রূপক সাহা জানান, আগামী ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে " চমক ভরা ধনতেরস "। 
    এবারও গ্রাহকদের জন্য থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ ছাড়, হীরের গয়নায় কোন মজুরিই থাকছেনা। প্রতিদিন লাকি ড্র হিসেবে স্বর্ণমুদ্রা জেতার সুযোগ। আর মেগা ড্র হিসেবে ৫টি স্কুটি। শনি ও রবিবার দোকান খোলা থাকবে বলে জানান শ্রী সাহা। তিনি সবাইকে একবার শ্যামসুন্দরে আসার আহ্বান জানান।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ই অক্টোবর ২০১৯
    3/related/default