আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বৃষ্টিস্নাত নীল...... বাংলাদেশ থেকে আজম পাটোয়ারী এর কবিতা

    আরশি কথা
    বৃষ্টিস্নাত নীল......

    অঝোর ধারায় ঝরেছে বারিধারা তোমার নীল বিরহে, আমার সাজানো স্বপ্ন ঘরে নিশ্চুপ নিরালে। তুমি দেখনি কিংবা না দেখার মত চলে গেছ আপনাতে, উষ্ণ সুখের কামনায়। ভাবনি অথবা ভাবনারা বিমূর ছিল তোমার চিন্তার জগতে,শুধুই আমার হয়ে দাঁড়িয়ে। আমি পাথুরে আত্মা নিয়ে দাঁড়িয়ে ছিলাম সেই বৃষ্টিস্নাত ভাঙা চালায় অপলক চেয়ে। জানি এমন কথা ছিল না সময়ের সাথে, আমি একা কাঁদবো ভিজে বেদনার জলে। হয়তো তেমনি হল, তেমন হল তোমার আবেগের অসতর্কীত রঙ্গতানে। কত দিন কত রাত প্রহর পেরিয়ে গেল মহাকালের আবর্তনের স্রোতে, শুধু দাঁড়িয়ে আমি তোমার পথে।


    -- আজম পাটোয়ারী,বাংলাদেশ

    ৫ই নভেম্বর ২০১৯
    3/related/default