আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহান একুশে বইমেলায় জনপ্রিয় কথাশিল্পী ডি কে সৈকত'র নতুন কাব্যগ্রন্থ প্রকাশ

    আরশি কথা
    জনপ্রিয় কথাশিল্পী, কবি ও সাংবাদিক ডি কে সৈকত'র কাব্যগ্রন্থ "অমরত্ব পাবো বলে" মহান একুশে বইমেলা ২০২০-এ ইন্তামিন প্রকাশন(স্টল নংঃ ৩০৯-৩১০) থেকে প্রকাশিত হয়েছে। জনপ্রিয় এ লেখক সবসময় তার লেখনীতে বাস্তবের চরম সত্যকে প্রকাশ্যে তুলে ধরেন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে। লেখক এবারের কাব্যগ্রন্থে অতীত ও বর্তমান ঘুনে ধরা সমাজের এক নির্মম চিত্র তুলে ধরার পাশাপাশি ভালোবাসা, বিরহ, ব্যথা-বেদনা, চাওয়া-পাওয়া তুলে ধরেছেন পাঠকের সামনে। যেমন-
    "অমরত্বের পিপাসায় জীবনের ধূলোমাখা পথে উপেক্ষা করে গেছি কত সাম্রাজ্যেরে, অবহেলার প্রদীপ জ্বেলে রেখেছি পৃথিবীর সব সিংহাসনে। তবুও মুক্তির মন্দিরে জীবনের কোন এক বিস্ময়ের রাতে আমাকে ডাকেনি কেউ কোন এক ভরা জ্যোৎস্নায়, তাই মৃত্যুরে ভালোবেসে চিতার ধূলায় রেখে গেছি আমার বুকের যত প্রেম। গর্জনহীন নীথর নিস্তব্ধ সমুদ্রের মানে খুঁজতে পৃথিবীর বুকে রেখে গেলাম আমার চোখের নদী, আমার স্বপ্নের মৃত্যু পরোয়ানা জীবনের ভাষায় জানিয়ে গেলাম আমার মানুষকে। জানিয়ে গেলাম আমার কোন নাম নেই।
    আমি তোমাদের ক্রোধের অগ্নিতে জ্বলে পুড়ে মরা এক স্বপ্নবাজ মানুষ।"
    আরশিকথা প্রচার-বিনোদন ডেস্ক

    ৫ই ফেব্রুয়ারি ২০২০ 

    3/related/default