Type Here to Get Search Results !

করোনা সচেতনতায় ইউএনও পূরবীর ভিডিও বার্তা

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর: করোনা ভাইরাস মোকাবিলায় সবার মধ্যে সচেতনতা বাড়াতে এবং কিছু বিষয় মেনে চলার জন্য এক ভিডিও বার্তার মাধ্যমে পরামর্শ দিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার। শুক্রবার (২০ মার্চ) বিকেলে পূরবী গোলদার তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। সদরপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি সাধারণ কিছু সচেতনতার মাধ্যমে। যারা গত ১৪ দিনে সদরপুরে বিদেশ থেকে ফিরেছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারার প্লিজ হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। পরিবারের সদস্য আমাদের আপন হতে পারে, কিন্তু রোগ জীবাণু ও রোগ-ব্যাধি কারো আপন হতে পারে না। আপনার একটু সতর্ক অবস্থান, আপনার হোম কোয়ারেন্টাইন, বা আইসোলেশনে থাকা আপনার পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। আপনার পরিবার থেকে গোটা সমাজকে, গোটা দেশকে আমরা বাঁচিয়ে দিতে পারি আমাদের সচেতনতা দিয়ে। তাই আসুন, আপনি হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। পূরবী গোলদার বলেন, হোম কোয়েন্টাইন বলতে, আপনি একটি ঘরে আবদ্ধ থাকুন। আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র আপনার পরিবারের কাছ থেকে সচেতনভাবে, সতর্ক অবস্থানে নিয়ে নিন। যদি প্রয়োজন হয়, আমাদের সহযোগিতা চান, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদা পাশে আছি। তিনি বলেন, যারা ঘর থেকে বিশেষ প্রয়োজনে বাইরে যাবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে ঘরে ফেরার পূর্ব মুহূর্তে আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নেবেন। বিশেষ করে আপনার হাত-পা আপনি সাবান দিয়ে ২০ সেকেন্ড পর্যন্ত ধুয়ে নেবেন। আপনার এতটুকু সচেতনাই কিন্তু আমাদের জন্য বিশেষ প্রয়োজন। ইউএনও বলেন, যারা এই করোনার আতঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন, তাদের প্রতি আমাদের বক্তব্য হচ্ছে- যেসব ব্যক্তি একসাথে চাল-ডাল কিনে ঘরে মজুদ করছেন বা আড়তে মজুদ করছেন, তারা সবাই সমান অপরাধী। আমাদের দেশে খাদ্যের কোনো সংকট নেই, খাদ্য মজুদ আছে। তাই দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার আশেপাশের কোনো বাজারে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে, সেই ব্যবসায়ীর নাম-ঠিকানা আমাদের দিন। আমাদের সংবাদ দিন, তথ্য দিন, আমরা সেখানে গিয়ে ব্যবস্থা নেব। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এই দেশকে করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাসের ঝুঁকি থেকে বাঁচানোর জন্য আমরা সচেতন থাকব। আমরা যারা সরকারি চাকরিজীবী আছি, সর্বদাই আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে আমাদেরকে ডাকুন, আমাদের সহযোগিত নিন। সেইসাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, হোম কোয়ারেন্টাইনে থাকুন, বিশেষ প্রয়োজন ছাড়া জনসভা, জনসমাবেশ সবকিছু এড়িয়ে চলুন। শুধু বিশেষ প্রয়োজন নয়, বর্তমান সময়ে ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনা ধরনের গণজমায়েত বন্ধ করা হয়েছে। আপনারা কেউ এগুলো করবেন না। আপনার পাশে যে আছে, তাকে সচেতন করুন, আপনি সচেতন থাকুন, এ দেশকে আমরা রক্ষা করতে চাই। আমরা সবাই বাংলাদেশি, এ বাংলাদেশের মানুষ আমরা, দেশকে ভালোবাসি। আপনার-আমার আমাদের সবার সচেতনতা এ দেশকে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে মুক্তি দিতে পারে। ভিডিও বার্তার বিষয়ে ইউএনও পূরবী গোলদার বলেন, ভিডিও বার্তাটি নিজে থেকেই দিয়েছি। এটা দিতে সরকারি কোনো নির্দেশনা নেই। ফরিদপুরের সদরপুরে অনেকেই বিদেশ থেকে আসছে। মূলত ওইসব প্রবাসী ও সদরপুরের সবাইকে করোনার বিষয়ে সচেতন করতেই এই ভিডিও বার্তা।

২০শে মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.