আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাছে সিপিএম এর দাবি

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে বেশকিছু দাবি উত্থাপন করেছে বিরোধী দল সিপিএম।তারা এই দাবি পূরণে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে।রবিবার(২২ মার্চ) জনতার কারফিউ এর মধ্যেই সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস সাংবাদিক সম্মেলন ডেকে বলেন,সমস্ত খেটে খাওয়া শ্রমিকদের এক মাসের রেশন বিনামূল্যে দিতে হবে।প্রাথমিকভাবে তাদের পাঁচ হাজার টাকা করে দিতে হবে।কারণ করোনার আগাম সতর্কতার লক্ষ্যে এখন অনেক কাজ বন্ধ হয়ে রয়েছে।সিপিএম এর পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে মাস্ক দেওয়ার জন্য বলা হয়।পর্যাপ্ত পরিমান স্যানিটাইজেশনের জন্যও দাবি জানানো হয়েছে।বাজারে যেন জিনিষের দাম না বাড়ে তার ব্যবস্থা নিতেও বলা হয়।তাছাড়া সমস্ত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলার জন্য দাবি তোলে সিপিএম।এদিনের সাংবাদিক সম্মেলনে গৌতম দাস এর সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২২শে মার্চ ২০২০
    3/related/default