নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাস সংক্রান্ত আতংক।সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে বিভিন্ন দেশের পাশাপাশি ভারতবর্ষেও চলছে লক ডাউন প্রক্রিয়া। সেই মোতাবেক ত্রিপুরা রাজ্যেও চলছে লক ডাউন।মৃত্যুঘাতি এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ আজ প্রায় ঘরবন্দি।স্কুল-কলেজ সহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান সব বন্ধ।বিশেষ প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউই।এর ফলে দৈনিক হাজিরার শ্রমিক সহ আর্থিকভাবে অসচ্ছল মানুষেরা আজ সংকটের মুহূর্তে দাঁড়িয়ে।সেইদিকে লক্ষ্য রেখে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বহু সংগঠন,বাণিজ্যিক সংস্থা থেকে শুরু করে আরও অনেকে।
পিছিয়ে থাকেনি ত্রিপুরা রাজ্যের অগ্রণী গুড়া মশলা প্রস্তুতকারক " সিস্টার " ব্র্যান্ড পরিবারও।বুধবার (৮ এপ্রিল) রাজধানী আগরতলার সন্নিকটে ডুকলি এবং কাঁঠালতলি বিদ্যালয় ও আমতলি ঘোষপাড়া এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে সিস্টার পরিবার।এদিন লক ডাউনের ফলে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করে সিস্টার পরিবার।এদিন এই মহতি উদ্যোগে সিস্টার পরিবারের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল।তিনি বর্তমান সংকটকালের মুহূর্তে সিস্টার পরিবারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এখানে উল্লেখ করা যায় যে গত ৪ঠা এপ্রিল করোনা ভাইরাস মোকাবিলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সিস্টার পরিবারের পক্ষ থেকে ১২ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিস্টার পরিবারের এই উদ্যোগের প্রশংসা করে সংস্থার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এদিন সিস্টার পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর হাতে এই ১২লক্ষ টাকার চেক তুলে দেন মুন্না ইন্ডাস্ট্রি'র কর্ণধার গৌতম পাল।
ছবিঃ সৌজন্যে সিস্টার পরিবার
৯ই এপ্রিল ২০২০