‘পৃথিবী সুস্থ হবে’
১.
তোমার সাদা-কালো দুটি চোখ সুন্দর পৃথিবীর প্রার্থনা করে
তোমার দৃষ্টিতে আজ মৃত্যু নয় হে, কেবল তারারা খেলা করে।
তুমি চোখের পলকে প্রার্থনা করো, ধরণীকে দাও সেরা
তুমি অমানিশাকে দূরে ফেলে আজ, আলোয় আলোতে ঘেরা।
তুমি নৃত্যের তালে গাইতে জানো, বলো ফের বলো আজকে থামো
শত হতাশা, ভুল ত্রুটি সব দূর করে আজ নতুনত্বে নামো।
২.
জগতের মাঝে কত রূপ-মায়া, যত ভক্তি প্রাণ
অধিকাংশ দেখা বাকি প্রিয়, এটাই চাই হে ত্রাণ।
ঠিক করে দাও, ও চোখ আজ নোনাভরা জলে বলে
আর কতটা মৃত্যু হলে, বিধাতা তোমার চলে?
এবারের মতো দাও ক্ষান্ত তুমি, কসম প্রিয়তির
আমাদের আর ‘করোনা’ প্রভু, আসহায় নিয়তির।
ভালোবাসতে দিনরাত চাই, ঠোঁটে মুখে অমর চুমু
‘প্রকৃতি প্রেম- রসদ জীবন’ সবাইরে বলে দিমু।
প্রিয়তা তুমি বুকে এসো, মরণ নাই শনিতে
অবনী ফের সুস্থ হবে, তোমার চোখের মনিতে!
সৈয়দ ইফতেখার
১.
তোমার সাদা-কালো দুটি চোখ সুন্দর পৃথিবীর প্রার্থনা করে
তোমার দৃষ্টিতে আজ মৃত্যু নয় হে, কেবল তারারা খেলা করে।
তুমি চোখের পলকে প্রার্থনা করো, ধরণীকে দাও সেরা
তুমি অমানিশাকে দূরে ফেলে আজ, আলোয় আলোতে ঘেরা।
তুমি নৃত্যের তালে গাইতে জানো, বলো ফের বলো আজকে থামো
শত হতাশা, ভুল ত্রুটি সব দূর করে আজ নতুনত্বে নামো।
২.
জগতের মাঝে কত রূপ-মায়া, যত ভক্তি প্রাণ
অধিকাংশ দেখা বাকি প্রিয়, এটাই চাই হে ত্রাণ।
ঠিক করে দাও, ও চোখ আজ নোনাভরা জলে বলে
আর কতটা মৃত্যু হলে, বিধাতা তোমার চলে?
এবারের মতো দাও ক্ষান্ত তুমি, কসম প্রিয়তির
আমাদের আর ‘করোনা’ প্রভু, আসহায় নিয়তির।
ভালোবাসতে দিনরাত চাই, ঠোঁটে মুখে অমর চুমু
‘প্রকৃতি প্রেম- রসদ জীবন’ সবাইরে বলে দিমু।
প্রিয়তা তুমি বুকে এসো, মরণ নাই শনিতে
অবনী ফের সুস্থ হবে, তোমার চোখের মনিতে!
সৈয়দ ইফতেখার
লেখক, সাংবাদিক
রচনাকাল: ৭ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
ঢাকা, বাংলাদেশ।
বাহ দারুণ লাগলো। সৈয়দ ইফতেখার এগিয়ে যাক বহুদূর। শুভ কামনা
উত্তরমুছুন