আবু আলী, ঢাকা ।।
ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদার দায়িত্ব পালনের সময় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) সৈন্যদের ওপর হামলা চালিয়েছে পাচারকারী একটি চক্র।
গত ৫ এপ্রিল বিকেল আনুমানিক ৬ টা ৪০ মিনিটের দিকে বিএসএফ টহলকারী দলের উপর হামলা চালায় চক্রটি। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, ওইদিন ১৫-২০ জনের পাচারকারী চক্র অবৈধভাবে বাংলাদেশ কুড়িগ্রাম জেলার বিজিবি বিওপি নারায়ণপুরের বিপরীতে আসামের ধুবরি জেলার বিএসএফ বিওপি মাসআলাবাড়ি অঞ্চলে প্রবেশের চেষ্টা করে।
তবে বিএসএফের টহলদল দল তাদের থামতে চ্যালেঞ্জ জানালেও তারা সতর্ক হয়নি।
চোরাচালানকারী এই দলটি বিএসএফের টহলদলকে ঘিরে পাথর ছুঁড়ে মারে এবং বাঁশের লাঠি দিয়ে আক্রমণ চালায়।
চোরাচালানকারিদের হামলার বিএসএফের হেড কনস্টেবলের মাথা, মুখ, বাম কাঁধে এবং ডান অংশের উপর গুরুতর আহত হয়। তবে, বিএসএফ কর্মীরা আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে এমন সময় চোরাচালানীরা সীমান্তে অন্ধকার ও ঘন গাছপালার সুযোগ নিয়ে পালিয়ে যায়।
বিএসএফ এই বিষয়টি বিজিবির নজরে এনেছে এবং এই সীমান্ত চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ চার হাজার কিলোমিটারেরও বেশি সাধারণ সীমানা রয়েছে । সেখানে কৃষি জমি, বন, পাহাড় এবং নদীগ রয়েছে। এর ফলে বিশ্বের এই পঞ্চম দীর্ঘতম সীমান্ত পরিচালনায় বিএসএফ এবং বিজিবি উভয়ের পক্ষে একটি বড় চ্যালেঞ্জ। তবে গরু চোরাচালান ও মাদক চোরাচালানের সাথে জড়িত এ জাতীয় আন্তঃসীমান্ত চোরাচালানকারীদের কার্যক্রম কমাতে উভয় বাহিনীর সমন্বয় বাড়াতে হবে পরামর্শ বিশেষজ্ঞদের।
৯ই এপ্রিল ২০২০
৯ই এপ্রিল ২০২০