Type Here to Get Search Results !

এনএসইউআই'র ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
৫০তম প্রতিষ্ঠা দিবস বেশ ঘটা করেই পালনের ইচ্ছা ছিলো।কিন্তু করোনা জনিত পরিস্থিতিতে লক ডাউনের নিয়ম মেনে খুবই সংক্ষিপ্ত আকারে সংগঠনের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।বললেন,এনএসইউআই এর রাজ্য সভাপতি বাপি দাস।বৃহস্পতিবার( ৯ এপ্রিল ) কংগ্রেস ভবনের সামনে হয় তাদের মূল অনুষ্ঠান।
পতাকা উত্তোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত কর্মীরা। শ্রী দাস বলেন, ইন্দিরা গান্ধীর মার্গ দর্শনে প্রতিষ্ঠিত এই সংগঠন বরাবরই ছাত্রদের স্বার্থে কাজ করে আসছে।এদিন রাজ্যের প্রতিটি জেলায় সংক্ষিপ্ত আকারে সংগঠনের ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বলে জানান তিনি।

ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ই এপ্রিল ২০২০