"অশনি সংকেত "
চারিদিকে আতংক ছড়িয়ে আছে এক ভয়াবহ নিয়ে পরিস্থিতি সংবৃত- লুকায়িত মৃত্যু-স্রোতের ধারায় এক সংক্রামিত মহামারী কি করে আসবে আবারও শুভ্র সাদা নীল আকাশ মানবের তরে, করেছে হেলায়িত মানবজাতিকে এ বিশ্ব-ব্রহ্মান্ডে অকাতরে । কি করে সহিবে এ অদৃশ্য শত্রুর আক্রমণে হারিয়েছে ঘরে ঘরে ভেসে যায় মৃত্যুর কোলে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু সকল, নাম না জানা কতো অজানা অচেনা মানুষের কষ্টের ভার বহন করে নির্ঘুম এ রাতের ভাষাহীন ভাষায় চলে নিঃশব্দে কষ্ট বহুল। সমগ্র যুদ্ধসজ্জা আসেনিকো করিতে প্রতিরোধ এ ধরণী-তলে কারোর ভুলের মাসুল দিয়ে যাচ্ছে অসহায় কতো মানবসন্তান, কবে আসিবে ফিরে হে স্রষ্টা তোমারই আশীষ প্রভাতকিরণ । বিশ্ব-ভ্রমমাণ পারেননি ঠেকাতে সংবৃত করেছে মানব দেহে মনে হয় সেই আদিম যুগে করছি অন্ধকারে বসবাস এ ধরণীতে বিজ্ঞানের যুগে এসেও রেখেছে সকলেরেই করে গৃহবন্দী, নির্ভয়ে ছড়ায় যেনো দেহ থেকে দেহে পারছে না নিগ্রহে নিয়ন্ত্রণ এতো মনে হয় সংশপ্তক বিরাজে প্রতি-জনে করে নিয়ম-সন্ধি। প্রতিটি দেশে, প্রতিটি জাতিতে জড়িয়ে নিয়েছে সংশয়ে নিত্য এ কোনো অজানা অভিশপ্ত সংসক্তের মতো উৎ-পাতা মরণফাঁদ মরীচিকার ভয়ে মরি কাতরে কাতরে হয়ে মানুষ অকাতরে...,
কখনো কি শুনিতে পারিব তোমারও মঙ্গলবারতা এ প্রাণে প্রাণে অশনি সংকেত উঠিয়ে লও হে প্রভু মানব কাঁদিছে সকাতরে ।
--জলশ্রী বাণী ডিয়ায, বাংলাদেশ
২০শে এপ্রিল ২০২০
চারিদিকে আতংক ছড়িয়ে আছে এক ভয়াবহ নিয়ে পরিস্থিতি সংবৃত- লুকায়িত মৃত্যু-স্রোতের ধারায় এক সংক্রামিত মহামারী কি করে আসবে আবারও শুভ্র সাদা নীল আকাশ মানবের তরে, করেছে হেলায়িত মানবজাতিকে এ বিশ্ব-ব্রহ্মান্ডে অকাতরে । কি করে সহিবে এ অদৃশ্য শত্রুর আক্রমণে হারিয়েছে ঘরে ঘরে ভেসে যায় মৃত্যুর কোলে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু সকল, নাম না জানা কতো অজানা অচেনা মানুষের কষ্টের ভার বহন করে নির্ঘুম এ রাতের ভাষাহীন ভাষায় চলে নিঃশব্দে কষ্ট বহুল। সমগ্র যুদ্ধসজ্জা আসেনিকো করিতে প্রতিরোধ এ ধরণী-তলে কারোর ভুলের মাসুল দিয়ে যাচ্ছে অসহায় কতো মানবসন্তান, কবে আসিবে ফিরে হে স্রষ্টা তোমারই আশীষ প্রভাতকিরণ । বিশ্ব-ভ্রমমাণ পারেননি ঠেকাতে সংবৃত করেছে মানব দেহে মনে হয় সেই আদিম যুগে করছি অন্ধকারে বসবাস এ ধরণীতে বিজ্ঞানের যুগে এসেও রেখেছে সকলেরেই করে গৃহবন্দী, নির্ভয়ে ছড়ায় যেনো দেহ থেকে দেহে পারছে না নিগ্রহে নিয়ন্ত্রণ এতো মনে হয় সংশপ্তক বিরাজে প্রতি-জনে করে নিয়ম-সন্ধি। প্রতিটি দেশে, প্রতিটি জাতিতে জড়িয়ে নিয়েছে সংশয়ে নিত্য এ কোনো অজানা অভিশপ্ত সংসক্তের মতো উৎ-পাতা মরণফাঁদ মরীচিকার ভয়ে মরি কাতরে কাতরে হয়ে মানুষ অকাতরে...,
কখনো কি শুনিতে পারিব তোমারও মঙ্গলবারতা এ প্রাণে প্রাণে অশনি সংকেত উঠিয়ে লও হে প্রভু মানব কাঁদিছে সকাতরে ।
--জলশ্রী বাণী ডিয়ায, বাংলাদেশ
২০শে এপ্রিল ২০২০